হাটু পানিতে দাড়িয়ে ঈদের জামাত অনুষ্ঠীত হয়েছে খুলনার কয়রায়। ঘূর্ণিঝড় আম্পানের আঘাত হানার কারণে তছনছ হয়ে ভেসে গেছে খুলনার উপকূলীয় কয়রার বাঁধ। কয়রাবাসীর হাটু পানিতে দাড়িয়ে ঈদের জামাত। ক্ষতিগ্রস্ত বাঁধের পাশে পানিতে দাঁড়িয়েই তাই আজ পবিত্র ঈদের নামাজ আদায় করেছেন খুলনার কয়রা বাসী মুসল্লিরা। ২০০৯ সালের এ দিন উপকূলীয় অঞ্চল আইলার আঘাতে লণ্ডভণ্ড হয় । আইলার কারণে ভেঙে যায় কয়রার বাঁধ । যা ১১ বছরেও নির্মিত হয়নি। ভয়াল সেই ২৫ মে আইলার আঘাতের দিবসেই এবার উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর । খুলনার২ নম্বর কয়রা এলাকায় ক্ষতিগ্রস্ত সেই বাঁধের পাশে পানির মধ্যে কয়রাবাসী দাঁড়িয়েই ঈদের সালাত আদায় করেন।
কয়রাবাসীর হাটু পানিতে দাড়িয়ে ঈদের জামাত নামাজ শেষে সেমাই খেয়ে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে স্বেচ্ছাশ্রমে ঈদের দিন এলাকাবাসী সবাই বাঁধ মেরামতের উৎসব পালন করছেন বলে নিশ্চিত করেছেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা। এতে ৪ থেকে ৫ হাজার গ্রামবাসী অংশ নেন বলে জানান তিনি।
>>>> খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার টাইমলাইনে শেয়ার করুন,
Thanks for any other informative site. The place else may just
I am getting that kind of information written in such an ideal manner?
I’ve a venture that I am just now running on, and I have been at the look out for such info.