বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ বাংলাদেশের জিন্নাত আলীর মৃত্যু।

0
960

মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন পৃথিবীর দীর্ঘতম দেহের অধিকারী বাংলাদেশের কক্সবাজার জেলার রামু উপজেলার বড়বিল গ্রামের বাসিন্দা মোঃ জিন্নাত আলী(ইন্না-লিল্লাহ—রাজেউন)।

১৯৯২ সালের ১ জানুয়ারীতে জিন্নাত আলীর জন্ম। ৮ ফুট ৬ ইঞ্চি লম্বা পৃথিবীর দীর্ঘ দেহের অধিকারী ছিলেন তিনি।জিন্নাত আলী প্রধানমন্ত্রীর সাথে দেখা করে ২০১৮ সালে এবং মিডিয়ায় বেশ আলোচিত হন।

তিনি ব্রেন টিউমারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন দীর্ঘদিন যাবত ।

অসুস্থ ছিলেন বেশ কিছুদিন যাবত কিন্তু অবস্থার কোন পরিবর্তন না হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো-সার্জারী বিভাগে দুদিন আগে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে আইসিইউ-তে ভেন্টিলেশনে রাখা হয়। গতকাল রাত ৩ টায় ভেন্টিলেশনে থাকা অবস্থায় মৃত্যুবরন করেন তিনি। তার বড় ভাই ইলিয়াস আলী জানান, আজ কক্সবাজারে নিজ গ্রামে তার লাশ দাফন করা হবে।

পৃথিবীর দীর্ঘতম মানব বাংলাদেশের জিন্নাত আলীর রুহের মাগফেরাত কামনা করছি আমরা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here