বিনামুল্যে সাইবার নিরাপত্তা প্রশিক্ষন দিচ্ছে “সাইবার ৭১”

0
1922

বাংলাদেশি ইথিক্যাল হ্যাকিং গ্রুপ সাইবার ৭১ হোম কোয়ারেন্টাইনে থাকা প্রায় ২৫ হাজার মানুষকে বিনামূল্যে ফেসবুকে ক্লোজ গ্রুপের মাধ্যমে সাইবার নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে।

সাইবার ৭১ এর প্রতিষ্ঠাতা পরিচালক ও এরিনা ওয়েব সিকিউরিটির ডিরেক্টর অফ অপারেশন্স এই অনলাইন কোর্সের প্রধান ইন্সট্রাকটর হিসেবে কাজ করছেন তানজিম আল ফাহিম। অবসর সময়গুলো উপভোগ ও হোম কোয়ারেন্টাইনে থাকার জন্যই ইথিক্যাল হ্যাকিং প্রিমিয়াম কোর্সের গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে বিনামূল্যে অনলাইন কোর্স পরিচালনা করা হচ্ছে। প্রায় ৫০ হাজার আবেদন থেকে যাচাই বাছাই করে ২৫ হাজার শিক্ষার্থীদের সুযোগ দেয়া হবে। প্রাইভেট ভিডিও আকারে সেশনগুলো প্রদান করা হবে এবং সেশনগুলতে কিছু হোম ওয়ার্ক থাকবে এবং হোমওয়ার্ক কমপ্লিট করলেই আনলক হবে পরের ক্লাসের ভিডিও ।ক্লাসের পর বিশেষ সাপোর্ট সেশন থাকে যেখানে ক্লাসের পর কারও প্রবলেম থাকলে সলুশন করা হবে। রিসোর্স টুল সহ যাবতীয় সব বিনামুল্যে প্রদান করা হবে। একদম বেসিক থেকে শুরু করা হয় বিধায় বোধগোম্ম্য হবে সকলের জন্য বলে তাদের অফিসিয়াল সাইট “cyber 71-we hack to protect Bangladesh” পেজ জানা যায়। এই বিনামুল্যে প্রশিক্ষনটি তাদের ফেসবুক পেজ “Learn with cyber 71” এর মাধ্যমে অংশগ্রহন করা যাবে।

সূত্র: https://www.facebook.com/Cyber71Bangladesh/posts/1195807914103398

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here