(বিডিটাইমলাইন ডেস্ক)তামাক পাতা, সিগারেট, জর্দা, বিড়ি, গুল,তামাক ডাঁটা ইত্যাদি সব তামাক পণ্য। তামাক কোম্পানির উৎপাদন ও বিক্রি বন্ধ মঙ্গলবার (১৮ মে) জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী যুগ্ম-সচিব মো. খায়রুল আলম শেখ এক চিঠিতে দেশে করোনা এমন পরিস্থিতিতে সব তামাক কোম্পানির সরবরাহ, উৎপাদন, ও তামাকপাতা ক্রয়-বিক্রয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছে। কোভিড-১৯ সংক্রমণে অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের মারাত্মকভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা এবং মৃত্যুঝুঁকিও ১৪ গুণ বেশি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই সাময়িকভাবে উন্মুক্ত স্থানে পানের পিক ফেলা, সিগারেট ও তামাকজাত পণ্য কেনা বেচা নিষিদ্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে কোভিড-১৯ সংক্রমণ ঝুঁকি কমানোর এবং একই সাথে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় এগিয়ে নিতে সাময়িকভাবে সব তামাক কোম্পানির বন্ধ করার নির্দেশ দেন।