গত ২৪ ঘণ্টায় ৩৪১ করোনা রোগী শনাক্ত মৃত্যু ১০ জনের

0
1056

ঢাকা:  দেশে করোনা ভাইরাস সংক্রমন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত একদিনে এত মৃত্যু-আক্রান্ত শনাক্ত এই প্রথম, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩৪১ জনের করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের।

আজ ১৬ এপ্রিল  বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানী মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তন থেকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সাংবাদিকদের করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেওয়া হয়।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক নমুনা সংগ্রহ করা হয়েছে। একইসঙ্গে পরীক্ষাও করা হয়েছে। এ সময়ে পরীক্ষা করা হয়েছে দুই হাজার ১৯ জনের। এরমধ্যে ৩৪১ জনের পজেটিভ পাওয়া গেছে করোনা ভাইরাস। এ নিয়ে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৭২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ জনের। যা এ পর্যন্ত একদিনের ব্যবধানে সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here