(অনলাইন ডেস্ক) করোনা ভাইরাস সংক্রমণরোধে গেঞ্জির কাপরের মাস্ক বেশী কার্যকর। এই তথ্য বেরিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের ইলিনয় ইউনিভার্সিটির এক গবেষণায়। এই গবেষণা দলের নেতৃত্বে আছেন বাংলাদেশি প্রকৌশলী ইউনিভার্সিটি অব ইলিনয় অ্যাট আরবানা-শ্যাম্পেইনের মেকানিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক তাহের সাইফ। এই মাস্ক ঘরে বসেই বানানো যাবে এবং বারবার ধূয়ে ব্যবহার করা যাবে।
মাস্ক নিয়ে গবেষণা দলের নেতা তাহের সাইফ জানায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধ মাস্ক ব্যবহার ছাড়া সম্ভব নয়। এই গবেষণায় খুব সাধারণ বিজ্ঞানের প্রয়োগ করে চালানো হয়েছে। গত মার্চ মাসের শেষ দিকে বিশেষ অনুমতি নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের ল্যাব খুলে এই গবেষণা শুরু করি।’ গবেষণায় গেঞ্জি তৈরিতে ব্যবহূত কাপড়ের মাস্কের ফলাফল বেশি কার্যকর পাওয়া যায়।