ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা এবং সর্বোচ্চ ২২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় সিদ্ধান্ত এবং ইসলামি শরিয়াহ মোতাবেক মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আটা, যব, গম, কিশমিশ, খেজুর ও পনির পণ্যগুলোর যেকোনো একটি পণ্য বা এর বাজারমূল্য দিয়ে ও ফিতরা আদায় করতে পারবেন। ফিতরা আটা, যব, গম, কিশমিশ, খেজুর ও পনিরের দেশের সব বিভাগ থেকে সংগৃহীত সর্বোচ্চ বাজারমূল্যের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে।