আজ ৪মে ২০২০, করোনাভাইরাস (COVID-19) এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মহাখালী, ঢাকা হতে অনলাইন ব্রিফিং এর তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনায় নমুনা পরীক্ষা হয়েছে ৬২৬০টি। গত২৪ ঘন্টার করোনা নমুনা পরীক্ষার তথ্য অনুযায়ী নতুন সনাক্ত হয়েছেন ৬৮৮ জন। এইপর্যন্ত সাড়াদেশে সর্বমোট ১০১৪৩ জন আক্রান্ত এবং গত২৪ ঘন্টায় নতুন করে আরও ৫ জন মুত্যু বরণ করেছেন । সারাদেশে এই পর্যন্ত করোনায় সর্বমোট মৃত্যু বরণ করেছেন ১৮২ জন। নতুন আরোগ্য লাব করেছেন ১৪৭ জন হাসপাতালে ভর্তিকৃতদের মধ্য থেকে এই পর্যন্ত মোট আরোগ্য লাভ করেছেন ১২০৯ জন । মৃত ৫ জনের সবাই পুরুষ।