আগামীকাল ৭ মে ২০২০, বৃহস্পতিবার জোহরের নামাজের পর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে সকল মসজিদগুলোতে জামাতে নামাজ আদায় করা যাবে। তবে স্বাস্থ্যবিধিসহ কিছু নির্দেশাবলি বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘ রমজান মাসে সারা দেশের লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। দেশের শীর্ষ আলেম-উলামা গণ মুসল্লিদের মসজিদে নামাজ পড়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানান। তিনি জানান, ‘সারাদেশের মসজিদে আগামীকাল জোহরের নামাজের পর থেকে মুসল্লিরা নামাজ পড়ার সুযোগ পাবেন। মসজিদে নামাজ পড়ার জন্য স্বাস্থ্য অধিদফতর নির্দেশিত কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধর্ম মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট কিছু শর্তাবলি থাকবে। সারাদেশের মসজিদ কমিটিকে শর্তাবলির কথা জানিয়ে দেয়া হবে।