(অনলাইন ডেস্ক) করোনাভাইরাসের কারণে এখন রফতানি নেই বললেই চলে। সংশ্লিষ্টরা বলছেন, চলতি অর্থবছরের শুরু থেকে রফতানি কম। । অন্যদিকে রেমিট্যান্স প্রবাহও কমে গেছে। কিন্তু আমদানিব্যয় পরিশোধ করতে হচ্ছে । তাই বাজারে ডলারের সংকট সৃষ্টি হয়েছে এবং আমদানিব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে অনেক ব্যাংক।
এখন আন্তঃব্যাক রেটে ডলারের দাম ৮৪ টাকা ৯৫ পয়সা ,তথ্য বাংলাদেশ ব্যাংকের। কিন্তু ভিন্ন বাজারের বাস্তবতা । আরও বেশি দাম খুচরা পর্যায় । ৮৮ থেকে সাড়ে ৮৮ টাকা পর্যন্ত খুচরা ডলার বিক্রি করছে কোনো কোনো ব্যাংক।এ যাবৎকালে যা সর্বোচ্চ। চলতি ২০১৯-২০ অর্থবছরের ৯ মাস (জুলাই-মার্চ)শেষে রফতানি আয় দাঁড়িয়েছে দুই হাজার ৮৯৭ কোটি ডলার রফতানি উন্নয়ন ব্যুরোর(ইপিবি)তত্থানুসারে যা ৬ দশমিক ২৪ শতাংশ কম
আগের বছরের একই সময়ের তুলনায়। চলতি বছরের মার্চে দেশে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তা গত ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন।১২৮ কোটি ৬৮ লাখ ডলার মার্চে রেমিট্যান্স এসেছে, যা ১৩ দশমিক ৩৪ শতাংশ কম গত বছরের মার্চ মাসের চেয়ে । রেমিট্যান্স ১২ দশমিক ৮৪ শতাংশ কমেছে মার্চের আগের মাস ফেব্রুয়ারির তুলনায়। ১৪৫ কোটি ২২ লাখ ডলার ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স আসে ।তিন হাজার ১৬৭ কোটি ডলার সর্বশেষ ২৪ মার্চ পর্যন্ত দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ, যেখানে সর্বোচ্চ তিন হাজার ৩০০ কোটি ডলার রিজার্ভ অতিক্রম করেছিল ২০১৭ সালের জুনে ।