বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি-২০২০ প্রকাশ হয়েছে সিপাহী পদে আবেদনের জন্য প্রার্থীর যোগ্যতা:
- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি তে যথাক্রমে জিপিএ ৩.০০ এবং ২.৫০ ফলাফল থাকতে হবে।
- প্রার্থীর বয়স ০৩ জানুয়ারি ২০২১ সালে ১৮-২৩ বছরের মধ্যে হতে হবে।
- পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ০৫ ফুট ০৬ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ০৫ ফুট ০২ ইঞ্চি
- পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ওজন ৪৯.৮৯ কেজি আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে ওজন ৪৭.১৭ কেজি হতে হবে।
- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রার্থীকে অবিবাহিত হতে হবে।
- প্রত্যেক প্রার্থীদের অবশ্যই তার নিজস্ব জেলা হতে আবেদন করতে হবে।
- আবেদনকারীদের সাঁতার জানতে হবে
আবেদনের শেষ তারিখ ২৭/০৬/২০২০
সূত্র বাংলাদেশ প্রতিদিন ১২/০৬/২০২০
সম্পূর্ণ বিজ্ঞাপনটি ডাউনলোড করতে ক্লিক করুন
মেসেজের মাধ্যমে যে ভাবে আবেদন করেবেনঃ
টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারে আবেদনের যথেষ্ট পরিমাণ ব্যালেন্স রয়েছে কিনা তা নিশ্চিত করুন। তারপরে, মোবাইল মেসেজ অপশন থেকে নীচের দেয়া এসএমএস ফরম্যাট অনুসরণ করুন।
BGB স্পেস HSC BOARD স্পেস HSC ROLL স্পেস HSC পাসের বছর স্পেস SSC BOARD স্পেস SSC ROLL স্পেস SSC পাসের বছর স্পেস জেলা কোড<স্পেস উপজেলার নাম
উদাহরণ : BGB 2019 DHA 124565 2017 DHA 522541 40 UTTARA
উপরের দেয়া ফরম্যাটে আপনার তথ্য টাইপ করে মেসেজটি 16222 নম্বরে প্রেরণ করুন ।
এই বার্তা প্রেরণের পর, তথ্য যাচাই করত যোগ্য প্রার্থীকে পিন নাম্বার সম্বলিত একটি ফিরতি এসএমএস টেলিটক নম্বরে আসবে পরের এসএমসের জন্য ১৫০/- টাকা আবেদনের জন্য চার্জ নেওয়া হবে এবং আপনার যোগাযোগ নম্বর সহ ২য় এসএমএস প্রেরণ করতে হবে।
BGB স্পেস YES স্পেস PIN NUMBER স্পেস CONTACT MOBILE NUMBER
উদাহরণ : BGB YES 123546 01815478953
যদি কোনও আবেদনকারী এসএমএস প্রেরণের ক্ষেত্রে কোন প্রকার সমস্যার মুখোমুখি হন তবে তারা টেলিটক হেল্পলাইন নাম্বার 121 এ যোগাযোগ করতে পারেন।
>>>> খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার টাইমলাইনে শেয়ার করুন,