চলতি মে মাসের ১০ তারিখ থেকে সরকার শপিংমল সীমিত আকারে খোলার অনুমতি দিলেও ঈদের আগে আর খুলছে না ঢাকার জনপ্রিয় অন্যতম মার্কেট নিউমার্কেট, চাঁদনি চকসহ গুরুত্বপূর্ণ ১১টি মার্কেট।
করোনা ভাইরাস এর বর্তমান পরিস্থিতিতে ঈদের আগে মার্কেট খোলা হবে কিনা তানিয়ে শনিবার (০৯ মে) গাউছিয়া মার্কেট সমিতির অফিসে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয় ঈদের আগে আর খোলা হচ্ছেনা মার্কেট সমূহ। তবে ঈদের পর যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, তখন মার্কেট খোলা নিয়ে সভা ডেকে সিদ্ধান্ত হবে।
যে সকল মার্কেট বন্ধের সিদ্ধান্ত হলো সে মার্কেটগুলো হলো নিউমার্কেট, গাউছিয়া, চিশতিয়া মার্কেট, চাঁদনি চক, নিউ চিশতিয়া মার্কেট, নূর ম্যানশন, ইসমাইল ম্যানশন, ধানমন্ডি হকার মার্কেট, ইস্টার্ন মল্লিকা, গোল্ডেন প্লাজা ও গ্রিন স্মরণিকা। সভা শেষে তারা জানান সরকারের কাছে তাদের আবেদন দোকানের শ্রমিকদের যেন ঈদের আগে সাহায্য-সহযোগিতা করেন।