বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধে অন্যান্য দেশের মত বাংলাদেশেও লকডাউন চলমান। করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার কয়েক দফায় সরকারী সাধারণ ছুটি বৃদ্ধি করেছে। চলমান সাধারণ ছুটি আবারো বাড়ছে। ১৬ মে পর্যন্ত এবার ছুটি বাড়ানো হচ্ছে।
(২ মে) শনিবার সরকারের সংশ্লিষ্ট এক কর্মকর্তা (নাম প্রকাশ করতে অনিচ্চুক) বিষয়টি নিশ্চিত করেন। তবে আগের ঘোষণা অনুযায়ী ছুটি শেষ হওয়ার কথা ৫ই মে আগামী মঙ্গলবার। ছুটি বাড়ানোর প্রজ্ঞাপন আগামী রবি বা সোমবারের মধ্যে জারি হতে পারে। প্রজ্ঞাপনে ছটির নির্দেশনা থাকবে।