মেসিতে চরমভাবে আসক্ত সাকিব!
আমরা যারা কম বেশি সাকিব আল হাসানের খোজ খবর রাখি তারা এটাও জানি যে, সাকিব ছোটবেলা থেকেই ফুটবল ভক্ত। ফুটবলে তার একটা দুর্বলতা সেই ছোটবেলা থেকেই রয়েছে। ছোটবেলায় নাকি ফুটবল ভালোই খেলতেন তিনি। তার বাবাও চেয়েছিলেন ছেলে যদি খেলোয়াড় হয়…