(চাকরির খবর ডেস্ক): সরকারী বা বেসরকারী সকল চাকরির ক্ষেত্রে জীবন বৃত্তান্ত আবশ্যক। যে কোন প্রতিষ্ঠানে চাকরির আবেদন করতে হলে জীবন বৃত্তান্ত পাঠাতে হয়। বাংলা জীবন বৃত্তান্ত ফরম ডাউনলোড করে নিজেই তৈরী করুন নিজের বাংলা জীবন বৃত্তান্ত ইংরেজিতে একে বলা হয় কারিকুলাম ভিটাই।
কারিকুলাম ভাইটা বা বাংলা জীবন বৃত্তান্ত হচ্ছে একজন ব্যক্তির পরিপূর্ণ পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, অন্যান্য যোগ্যতা, প্রাপ্তি, ইচ্ছা, ইত্যাদির রিপোর্ট। জীবন বৃত্তান্ত বা সিভিতে শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতার পাশাপাশি আরো কিছু ব্যক্তিগত তথ্য যেমন আগ্রহ, নেতৃত্বদানের ক্ষমতা ইত্যাদিও যোগ হয় যা চাকরিদাতার কাছে জীবন বৃত্তান্ত প্রদানকারী নিজেকে তুলে ধরার উপযুক্ত কৌশল।
বাংলা জীবন বৃত্তান্ত ফরম ডাউনলোড করতে বা জীবন বৃত্তান্ত নমুনা দেখতে নিচের বাটনে ক্লিক করুনঃ-
ইন্টারনেট ব্যবহার করে গুগল সার্চ করলে বহু ধরণের বা ফরমেটের জীবন বৃত্তান্ত নমুনা দেখতে পাওয়া যায়। সিভি বা জীবন বৃত্তান্ত তৈরীর ক্ষেত্রে অভিজ্ঞদের সাথে পরামর্শ করা উচিত। অভিজ্ঞ ব্যক্তিরা জীবনে কি ধরনের জীবনবৃত্তান্ত ব্যবহার করেছেন তা অনুযায়ী সিভি করতে পারলে বেশি ভালো হয়।
Bangladesh Newspapers, Bangladeshi Newspapers, Bangla News, BD News, বাংলা নিউজ পেপার বাংলাদেশের সংবাদপত্রসমূহ পড়তে ক্লিক করুণ
জীবন বৃত্তান্ত বা সিভিতে যে বিষয়গুলো থাকা আবশ্যকঃ-
জীবন বৃত্তান্ত প্রদানকারীর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা মোবাইল নাম্বার সহ।
শিক্ষাগত যোগ্যতার বিবরণ, ফলাফল, প্রতিষ্ঠানের নাম, পাসের সাল, কোন কোর্সের বৃত্তান্ত (যদি থাকে)
পিতা মাতার নাম, জন্ম তারিখ। চাকুরীর অভিজ্ঞতার বিবরণ (যদি থাকে)
অন্যাণ্য যোগ্যতা বা দক্ষতা (যদি থাকে)। উচ্চতা, রক্তের গ্রুপ (প্রযোজ্য ক্ষেত্রে)
রেফারেন্সে দুইজন ব্যক্তির নাম ও তাদের পরিচয় এবং যোগাযোগের ঠিকানা
জীবন বৃত্তান্ত আকারে বেশি বড় না করাই ভালো । কেননা চাকরি দাতা প্রতিষ্ঠানগুলো হাজার হাজার জীবন বৃত্তান্ত পেয়ে থাকে, সে ক্ষেত্রে বেশি বড় সিভি হলে তা পড়ার সময় পায়না প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগ।
যে সকল কারনে সিভি গ্রহণেযোগ্য হয়না:
সিভেতে টু দি পয়েন্টের অভাব থাকলে।
অতিরিক্ত তথ্য দিয়ে সিভি অধিক বড় করলে।
সফলতা/অভিজ্ঞতার বিষয়কে প্রাধান্য না দিলে।
বানান বা ব্যাকরণজনিত ভুল থাকলে।
প্রয়োজনীয় তথ্য বা পরিপূর্ণ তথ্য না থাকলে। যোগাযোগ বিষয়ক তথ্য যেমন মোবাইল নাম্বার বারবার পরিবর্তন করলে।
বিবাহের জীবন বৃত্তান্ত ফরম ডাউনলোড, জীবন বৃত্তান্ত ms word, ইংরেজি জীবন বৃত্তান্ত ফরম, জীবন বৃত্তান্ত Pdf file, জীবন বৃত্তান্ত pdf file বাংলা, চাকরির জীবন বৃত্তান্ত, জীবন বৃত্তান্ত ফরম doc
লেখাটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করতে পারেন>>>>
পোস্ট টি অনেক সুন্দর হেল্পফুল । ধন্যবাদ