২০১৯-২০ সীজনের ফ্রেঞ্চ লীগ চ্যাম্পিয়ন পিএসজি

0
1104

করোনা মহামারিতে পৃথিবীতে প্রায় সব দেশেই স্পোর্টস ইভেন্টগুলো আপাতত বন্ধ রয়েছে। ফুটবলে লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি-আ সহ বড় বড় সব লীগ গুলো বন্ধ রয়েছে। ফ্রান্সে করোনার ভয়াবহতার জন্য ফ্রেঞ্চ লীগও বন্ধ ঘোষণা করা হয়। কিছুদিন আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে, দেশের এই অবস্থাতে কোনভাবেই লীগ চালানো সম্ভব নয়।

এই পরিস্থিতিতে লীগ কমিটি সিদ্ধান্ত নেয় যে পর্যন্ত খেলা হয়েছে তার উপর ভিত্তি করেই চ্যাম্পিয়ন দল ঘোষণা করা হবে। তার উপর ভিত্তি করে পয়েন্ট টেবিলে থাকা দ্বিতীয় দলের চেয়ে কম খেলে ১২ পয়েন্ট বেশি পেয়ে ৬৮ পয়েন্ট নিয়ে লীগ চ্যাম্পিয়ন হয় পিএসজি। এনিয়ে ৯ম বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।

পয়েন্ট টেবিলে প্রথম ৪ দল চ্যাম্পিয়ন্স লীগ খেলার সুযোগ পায়। সেই নিয়মের বেড়াজালে পরে চ্যাম্পিয়ন্স লীগের পরের আসর থেকে বাদ পরলো লীগ-১ এর আরেক জায়ান্ট দল অলিম্পিক লিওন। অলিম্পিক লিওন ছিলো ৭ম অবস্থানে। লীগ-১ থেকে চ্যাম্পিয়ন্স লীগে চান্স পাওয়া দল্গুলো যথাক্রমে- পিএসজি, মার্সাইল, রেনেস এবং লিলি।

সংগ্রহঃ জাহিদ হাসান খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here