সিলেটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিস্ফোরিত সিলিন্ডার হতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পাঁচটি পরিবারের সর্বস্ব । ২৪ এপ্রিল শুক্রবার সকাল ৮টার দিকে যুক্তরাজ্য প্রবাসী হারুন মিয়ার মালিকানাধীন পাঠানটুলা পল্লবী সি ব্লকের ২০ নম্বর বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বাড়ীটিতে পাঁচটি পরিবার ভাড়া থাকতেন। আগুনে ক্ষতিগ্রস্থ সর্বস্ব হারিয়ে পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে অবস্থান করছে। এ সময় তাদের কান্নায় আশপাশের পরিবেশ ভারি হয়ে ওঠে।
bdtimeline24
সঠিক সংবাদের অনলাইন ঠিকানা