সানি লিওন নয়, আফ্রিদি কিনলেন মুশফিকুরের ব্যাট

0
1161

মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে যে ব্যাট দিয়ে তিনি সেই ইনিংস খেলেছিলেন সেই ব্যাট মুশফিক নিলামে তোলেন মহত্ উদ্দেশ্যে। মহামারী করোনাভাইরাসে আক্রান্ত মানুষদের সেবায় এই দুঃসময়ে তাদের পাশে থাকতে চান মুশফিকুর । তাই তিনি ওই ব্যাট নিলামে তুলে বিক্রির অর্থ দিয়ে তিনি দুঃস্থদের সাহায্যে দান করবেন বলে ঠিক করেন। কিন্তু নিলাম শুরুর পর মুশফিকের ব্যাটের মূল্য অস্বাভাবিক পর্যায়ে পৌঁছে যায়।

এমনকী সানি লিওন নাম থেকেও মুশফিকের ব্যাট কিনতে বিড করা হয়।মুশফিকের ব্যাটের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় নিলাম আয়াজকরা বুঝে যায় কিছু একটা গন্ডগোল সৃষ্টি হয়েছে। যারা বিড—এ অংশগ্রহণ করেণ অধিকাংশই ভুয়া ক্রেতা।তাই আয়োজরা নিলাম পর্ব বন্ধ করতে বাধ্য হন। বন্ধ হয়ে যায় নিলাম। পূনরায় নিলাম চালু করলে মুশফিকুরের সেই ব্যাট পাকিস্তানের তারকা অলরাউন্ডার শাহিদ আফ্রিদি অবশেষে কিনলেন । বাংলাদেশি ১৭ লক্ষ  টাকায় তিনি সেই ব্যাট কিনলেন । শুরু থেকেই আফ্রিদি করোনা মোকাবিলায় বিভিন্ন সাহায্য করে চলেছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here