bdtimeline24

সঠিক সংবাদের অনলাইন ঠিকানা

Featured জাতীয়

সরকার আড়াই হাজার কোটি টাকা দেবে কর্মসংস্থান-প্রবাসী ব্যাংকে

স্বল্প সুদে সরকার আড়াই হাজার কোটি টাকা দেবে কর্মসংস্থান-প্রবাসী ব্যাংকে যাতে দেশের বেকার তরুণ-তরুণীরা ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্য করতে পারেন তাই ২ হাজার কোটি টাকা আমানত দেবে সরকার কর্মসংস্থান ব্যাংকে, আর ৫০০ কোটি টাকা আমানত দেবে প্রবাসী কল্যাণ ব্যাংকে। যাতে এবং বিদেশ থেকে ফিরলে সেখান থেকে ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্য করতে পারেন এবং ঘরবাড়ি বিক্রি করে বিদেশে যেতে না হয় ।

‘আমাদের যারা প্রবাসী, তারা রেমিট্যান্স পাঠায় ।প্রবাসী কল্যাণ নামে আরেকটি বিশেষ ব্যাংক প্রতিষ্ঠা করেছি যেন তারা ঘরবাড়ি বিক্রি না করে, ঋণ নিয়ে বিদেশে যেতে পারে। আমরা আরও টাকা দেব সেই ব্যাংকেও।অতিরিক্ত ৫০০ কোটি টাকা সেখানে আমরা দেব। এর আগে প্রায় ৪০০ কোটি টাকা ওখানে আমরা দিয়েছি।’প্রবাসীদের বিষয়ে শেখ হাসিনা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ মে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে স্নাতক ও সমমান পর্যায়ের ২০১৯ সালের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে জানান যে সুবিধাবঞ্চিতদের মধ্যে সরাসরি নগদ অর্থ প্রদান করা হবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিং/অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে। তিনি আরও বলেন, ‘এখন প্রবাসে কাজের পরিধি সীমিত হয়ে গেছে, অনেকে দেশে ফিরে আসছে এবং  সেখানেও কাজ হারাচ্ছে বহু মানুষ । আরও ৫০০ কোটি টাকা সে কারণে ওই ব্যাংকে আমরা  দিচ্ছি। তারা ফিরে আসলে ফিরে আসবে কিন্তু ওখানে তারা কষ্ট করুক সেটা আমি চাই না, তারা আমার দেশের নাগরিক। তাদের সেই কর্মসংস্থানের ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি যেন তারা যেন কাজ করে খেতে পারেন এখানে এসে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *