মৃত্যু ২ লাখে ছাড়ালো প্রথম লাখ ৯০দিনে, পরের লাখ ১৫দিনে

0
999

(নিজস্ব প্রতিবেদক) মহামারী করোনায় ভাইরাসে বিশ্বব্যপী মুত্যু ২ লাখে ছাড়ালো করোনায় মৃত্যু  ৫০ হাজার ছাড়াতে সময় লেগেছিল ৮২ দিন। ৯০ দিনে এক লাখ মানুষ মারা গেছে। আর গত মাত্র ১৫ দিনে বিশ্বজুড়ে মারা গেছেন আরও এক লাখ মানুষ। করোনা ভাইরাসে এপ্রিলে প্রতিদিন গড়ে  মারা যাচ্ছে ৬ হাজারের অধিক মানুষ। সব মিলে করোনা কেড়ে নিয়েছে দুই লাখ অধিক মানুষের প্রাণ।

গত ১১ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে চীন প্রথম মৃত্যুর ঘোষণা দেয়। ইউরোপে ছড়িয়ে পড়ার পর থেকেই আক্রান্ত ও মৃত্যু বাড়তে শুরু হয়। গত ১৯ মার্চ প্রথম দিনে মৃত্যু এক হাজার ছাড়ায় । করোনা এপ্রিলে এসে ভয়াবহ রূপ নেয়া শুরু করে। ২ এপ্রিল এক দিনে ৫ হাজার ছাড়ায় মৃত্যু।

এখন পর্যন্ত বিশ্বজুড়ে ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস যা ইতিমধ্যে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যায়। আজ ২৬ এপ্রিল দুপুর বারোটা পর্যন্ত সংখ্যা ছিল ২ লাখ ৩ হাজার ২৯৯জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here