bdtimeline24

সঠিক সংবাদের অনলাইন ঠিকানা

আন্তর্জাতিক

বলিউড অভিনেতা ইরফান আর নেই

আজ বুধবার সকালে রোগের কাছে হার মেনে শেষনিশ্বাস ত্যাগ করলেন তিনি(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৪ বছর। ২০১৮ সালে যখন তাঁর ক্যানসারের কথা প্রকাশ্যে আসে এবং তাঁর লড়াই শুরু হয়, তিনি লিখেছেন, ‘আমি নিজেকে সমর্পণ করে দিলাম। ইরফান সাহসী মানুষ ছিলেন, মনের জোরে চলতেন এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছেন। গতকাল মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মাত্র তিন দিন আগে শনিবার রাতে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তাঁর মা সাইদা বেগম মারা যান। শেষ দেখাও হয়নি, মায়ের মৃত্যুর এ সময়ে পাশে থাকতে পারেননি অভিনেতা ইরফান খান কিন্তু মায়ের দাফন কার্যক্রম দেখেছেন ভিডিওকলে ।

ইরফানের জন্ম ১৯৬৭ সালে রাজস্থানের জয়পুরে। তাঁর পরিবার ও সেখানেই থাকে। তারপর দিল্লিতে ন্যাশনাল স্কুল অব ড্রামায় পড়তে আসেন এবং বলিউডে যোগ দেন। তিনি নিউরোএন্ডোক্রাইন টিউমারে ভুগছিলেন। ২০১৮ সালে ইরফানের ‘কারওয়াঁ’ মুক্তি পেয়েছিল কিন্তু ‘কারওয়াঁ’র প্রচারেও ছিলেন না তিনি। লন্ডনে গিয়ে চিকিৎসা করাতে গিয়েছিলেন। তারপর খানিক সুস্থ হয়ে কাজ করেন ‘আংরেজি মিডিয়াম’-এ। ১৯৮৮ সালে অস্কার মনোনীত ছবি ‘সালাম বোম্ব’–এর সঙ্গে রুপালি পর্দায় পথচলা শুরু করেন। তাঁর কিছু উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘পিকু’,‘মকবুল’,‘পান সিং তোমার’,‘হিন্দি মিডিয়াম’, ‘হাসিল’ এবং হলিউড ছবি ‘লাইফ অব পাই’, ‘দ্য আমেজিং স্পাইডারম্যান’ ‘স্লামডগ মিলেনিয়ার’, ‘জুরাসিক ওয়ার্ল্ড’,–এ অভিনয় করেছেন ইরফান খান। ইরফান খান বাংলাদেশের পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবিতে ও অভিনয় করেছিলেন ।

বিনোদনজগতে তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া ছড়িয়ে গেছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *