bdtimeline24

সঠিক সংবাদের অনলাইন ঠিকানা

Featured চাকরির খবর

৯৯০ পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

চাকিরর বিজ্ঞপ্তি : ৯৯০ পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ জাতীয় গোয়েন্দা নিরাপত্তা বিভাগ (এনএসআই) শূন্য পদে  লোকবল নিয়োগের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।এই বিভাগটিতে সর্বোমোট ১৬ টি পৃথক আসনের (পদ) জন্য ৯৯০ জন লোক  নিয়োগ দেওয়া হবে। এটি ২০২১ সালের মধ্য এই পর্যন্ত  বাংলাদেশে হওয়া  সেরা এবং বিশাল একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি।

উক্ত পদগুলোর জন্য নারী-পুরুষ সবাই আবেদন করতে পারবে এবং পুরো বাংলাদেশের যেকোনো জেলা থেকে আবেদন করেত পারেব। আবেদনের সুবিধার্থে সম্পূর্ণ বিজ্ঞপ্তির বিস্তারিত নিচে  তুলে ধরা হলো :

শিক্ষাগত যোগ্যতা : উপরোক্ত আসন বা পদ গুলোর জন্য JSC/SSC/HSC/ DEGREE/ HONOURS/ MASTERS পাশ করা প্রার্থীগণ আবেদন করতে পারবেন । এর বাইরেও এগুলোর পাশাপাশি অন্যান্য যোগ্যতাসমূহ সহ আরো বিস্তারিত জানতে নিচে প্রদত্ত বিজ্ঞাপনটি দেখতে পারেন।

বয়সসীমা :   (৩০-৩২ বছর পর্যন্ত )

সবার ক্ষেত্রে ৩০ বছর শুধু মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩২ বছর সীমাবদ্ধ।

আবেদনপত্র গ্রহণের তারিখ ও  সময়সীমা : ১০ জানুয়ারি ২০২‌১ দুপুর ১২:০০ টা হতে ২৩ জানুয়ারি ২০২১ সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

অন্যান্য মন্তব্য : এখানে মূলত বিজ্ঞাপনটির গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরা হয়েছে। এর বাইরেও কিছু অংশ থাকতে পারে /আছে / রয়েছে  যেগুলো হয়তো আপনার আবেদন করার ক্ষেত্রে দরকার পরতে পারে । আর তাই নিচে বিজ্ঞাপনটি দিয়ে দেয়া হলো :

বেতন স্কেলসহ আসন (পদ) সমূহের নাম :

সহকারী পরিচালক ( ২২০০০-৫৩০৬০৳ )

গবেষণা কর্মকর্তা ( ২২০০০-৫৩০৬০৳ )

সহকারী প্রোগ্রামার ( ২২০০০-৫৩০৬০৳ )

ফিল্ড অফিসার ( ১৬০০০-৩৮৬৪০৳ )

কম্পিউটার টেকনিশিয়ান ( ১২৫০০-৩০২৩০৳ )

রেডিও টেকনিশিয়ান ( ১২৫০০-৩০২৩০৳ )

অ্যাকাউনট্যাণ্ট-কাম-ক্যাশিয়ার ( ১১০০০-২৬৫৯০৳ )

জুনিয়র ফিল্ড অফিসার ( ১০২০০-২৪৬৮০৳ )

সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর  ( ১০২০০-২৪৬৮০৳ )

ফটোগ্রাফার ( ১০২০০-২৪৬৮০৳ )

ওয়্যারলেস অপারেটর ( ৯৭০০-২৩৪৯০৳ )

অফিস এ্যাসিসট্যাণ্ট ( ৯৩০০-২২৪৯০৳ )

অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ( ৯৩০০-২২৪৯০৳ )

ওয়াচার কনেস্টবল ( ৯০০০-২১৮০০৳ )

ডেসপাচ রাইডার ( ৮৮০০-২১৩১০৳ ) অফিস সহায়ক (৮২৫০-২০০১০৳ )

আবেদনের লিংক: http://cnp.teletalk.com.bd/

>>>> খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার টাইমলাইনে শেয়ার  করুন,

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *