প্রতিদিনের মতো করোনাভাইরাস (COVID-19) এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মহাখালী, ঢাকা হতে শুক্রবার ১৫মে, ২০২০ দুপুরে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিং হেলথ বুলেটিনে এ তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনায় নমুনা পরীক্ষা হয়েছে ৮৫৮২টি। গত২৪ ঘন্টার নমুনা পরীক্ষার তথ্য অনুযায়ী করোনাভাইরাস (COVID-19) নতুন সনাক্ত হয়েছেন ১২০২ জন যা দেশে ২৪ ঘন্টায় সর্বোচ্চ। এইপর্যন্ত সাড়াদেশে সর্বমোট বিশ হাজার ৬৫ জন আক্রান্ত। গত২৪ ঘন্টায় করোনায় প্রাণ গেল আরও ১৫ জনের। সারাদেশে এই পর্যন্ত করোনায় সর্বমোট মৃত্যু বরণ করেছেন ২৯৮ জন। নতুন আরোগ্য লাব করেছেন ২৭৯ জন এই পর্যন্ত মোট আরোগ্য লাভ করেছেন ৩৮৮২ জন।
প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে এর সংখ্যা। সাথে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও। বাংলাদেশে প্রথম গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।