পররাষ্ট্রমন্ত্রীর পরামর্শ পশ্চিমা ৭ রাষ্ট্রদূতকে কূটনৈতিক শিষ্টাচার মানার

0
1051

(বিডি টাইমলাইন ডেস্ক) সম্প্রতি ঢাকায় সাতটি দেশের রাষ্ট্রদূত মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখার বিষয়ে আলাদা আলাদা টুইট করেছেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাঁদের এই পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছেন। কূটনৈতিক শিষ্টাচার মেনে রাষ্ট্রদূতদের তিনি দায়িত্ব পালনের পরামর্শ দিয়েছেন।  

“রাষ্ট্রদূতদের এমনভাবে জটলা করে বিবৃতি দিতে পৃথিবীতে কোনো দেশে দেখিনি। রাখাইনে যুদ্ধ হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত’ রাষ্ট্র্রদূতেরা যদি জটলা করে বলতেন, আমি খুব খুশি হতাম,” বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

তিনি আরও বলেন, প্রটোকল অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে পারতেন তাঁদের যদি কোনো অভিযোগ থাকে। কিন্তু তাঁরা রাজনীতির মহড়ায় চলে গেছেন সেটা না করে এবং তাঁরা প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন। এটা কোনো কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন,‘তাঁরা জ্ঞানীগুণী জন। আমি আশা করব, তাঁরা তাঁদের প্রটোকল মানবেন এবং সেভাবেই কাজ করবেন। তাঁদের এসব মতলব সুবিধার না এবং এ ধরনের ব্যাপার প্রত্যাশিত নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here