bdtimeline24

সঠিক সংবাদের অনলাইন ঠিকানা

Featured আজকের সংবাদ জাতীয়

জ্বর, শ্বাসকষ্ট নিয়ে শিশুর মৃত্যু

জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে আজ শুক্রবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে মারা যায় শিশুটি।
এলাকাবাসী জানায়, শিশুটি কয়েক দিন ধরে জ্বর, সর্দি-কাশি ও কানব্যথায় ভুগছিল । আজ সকাল থেকে প্রচণ্ড ব্যথাসহ শ্বাসকষ্ট হলে তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই শিশুটি মারা যায় । শিশুটির অনেক প্রতিবেশী ঢাকা থেকে বাড়ি ফিরেছেন। শিশুটি করোনা ভাইরাস সংক্রমণে মারা গেছে বলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাছিরুজ্জামান জানান, শিশুটির নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সরকারের নির্দেশনা মোতাবেক যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সীমিত পরিসরে শিশুটিকে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

সুত্র অনলাইন ডেস্ক

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *