bdtimeline24

সঠিক সংবাদের অনলাইন ঠিকানা

Featured আজকের সংবাদ খেলাধুলা

জুভেন্টাসের দুই ফুটবলার করোনাকে হারিয়ে সুস্থ জীবনে


ইতালিয়ান ফুটবল ক্লাব জুভেন্টাসের দুই খেলোয়াড় ড্যানিয়েল রুগানি এবং ব্লেইস মাতুইদি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন গত মাসের শেষদিকে । তবে ভাল খবর হলো, কোন নেতিবাচক খবরে পরিণত হতে হয়নি তাদের, ইতালির মৃত্যুপুরীর মাঝে থেকেও ।
জুভেন্টাসের পক্ষ থেকে বুধবার আনুষ্ঠানিক এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, মাতুইদি এবং রুগানি- দুজনই এখন করোনাভাইরাস থেকে মুক্ত । করোনার বিপক্ষে যুদ্ধে জয়ী হয়ে স্বাভাবিক জীবনে তারা ফিরতে পেরেছেন ।
‘প্রোটোকল মোতাবেক করোনাভাইরাসের দুইটি পরীক্ষা করা হয়েছে ড্যানিয়েল রুগানি ও ব্লেইস মাতুইদির । তাদের এ পরীক্ষার ফল এসেছে নেগেটিভ । অর্থাৎ এখন আর করোনায় আক্রান্ত নন তারা । আর তাদের বাধ্যতামূলক হোম আইসোলেশনে থাকতে হবে না ।’ ইতালিতে এখনও পর্যন্ত ১ লাখ ৬৫ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । হার মেনেছেন অন্তত ২১ হাজার ৬৪৫ জন প্রাণঘাতী এ ভাইরাসের কাছে । সারাবিশ্বে ১ লাখ ৩৪ হাজার ছাড়িয়ে গেছে মৃতের সংখ্যা ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *