কিশোর অপরাধের জন্য সৌদি আরবে কাউকে মৃত্যুদণ্ড দেবে না।

0
932

(আন্তর্জাতিক ডেস্ক) বাদশাহ সালমানের জারি করা এক ডিক্রিকে উদ্ধৃত করে এই ঘোষণা এলো। দুইদিন আগেই দেশটিতে দোররা মারা নিষিদ্ধ করা হয়।

“অপ্রাপ্তবয়স্ক শিশুদের দ্বারা সংঘটিত অপরাধের জন্য তাদের সর্বোচ্চ শাস্তি দেয়া যাবে না” জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সনদে বলা হয়েছে । সৌদি আরব এই সনদে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে একটি। ২০১৯ সালে দেশটিতে ১৮৪ জন মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়, যার মধ্যে অন্তত একজন রয়েছেন কিশোর অবস্থায় সাজা পেয়েছেন।

সৌদি আরবের সরকার সমর্থিত মানবাধিকার কমিশনের সভাপতি আওয়াদ আলাওয়াদ রোববার প্রকাশিত এক বিবৃতিতে বলেন, কিশোর অপরাধের জন্য মৃত্যুদণ্ড নিষিদ্ধ করেছে এক রাজকীয় ডিক্রির মাধ্যমে । কিন্তু তার বদলে  সর্বোচ্চ ১০ বছরের সাজা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, “আমরা আরো আধুনিক দণ্ডবিধি প্রতিষ্ঠা করতে পারবো এই ডিক্রির মাধ্যমে ।” সংবাদটি এখন ও দেশটির কোন রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচার হয়নি এবং এখনো পরিষ্কার নয় যে নতুন আইনটি কবে থেকে চালু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here