bdtimeline24

সঠিক সংবাদের অনলাইন ঠিকানা

Featured জাতীয়

উত্তরখান সহ মহানগরীর ১১টি এলাকা গ্রিন জোন

(নিজস্ব প্রতিবেদক) মহামারী করোনা ভাইরাস ঠেকাতে দেশে নতুন করে লক ডাউন চালু হচ্ছে এবারের লক ডাউন সারা দেশকে কয়েকটি জোনে বিভক্ত করা হয়েছে যেমন, রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মহানগরী ঢাকার প্রায় ৩৮টি এলাকাকে আংশিক লকডাউন বা ইয়েলো জোন হিসেবে দেখানো হচ্ছে। উত্তরখান সহ মহানগরীর ১১টি এলাকা গ্রিন জোন দেখানো হচ্ছে। তবে এখন পর্যন্ত ঢাকার কোন এলাকাকে পুরোপুরি লক ডাউন বা রেড জোন হিসেবে দেখানো হয় নাই।

ঢাকার আংশিক লকডাউন বা ইয়েলো জোন হিসেবে সনাক্ত ৩৮টি এলাকা হলো- উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, আদাবর, থানা, ওয়ারী, কদমতলী, কামরাঙ্গীরচর, কোতয়ালী, কলাবাগান, কাফরুল, খিলক্ষেত, চকবাজার, ডেমরা, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, গুলশান, গেন্ডারিয়া, দক্ষিণখান, দারুসসালাম, পল্টন মডেল, পল্লবী, ধানমন্ডি, নিউমার্কেট, বংশাল, বাড্ডা, মিরপুর মডেল, মুগদা, বিমানবন্দর, ভাটারা, মোহাম্মদপুর, লালবাগ, শাহআলী, যাত্রাবাড়ী, রমনা মডেল, শাহজাহানপুর, শেরেবাংলা নগর, সুত্রাপুর, সবুজবাগ ও হাজারীবাগ থানা এলাকা।

এখন পর্যন্ত গ্রিন জোন বা লকডাউন নয় এমন এলাকা হিসেবে চিহ্নিত ১১টি এলাকা হলো- উত্তরখান থানা, ক্যান্টনমেন্ট থানা, খিলগাঁও, বনানী, তুরাগ, ভাষানটেক,  রামপুরা, মতিঝিল, রূপনগর, শ্যামপুর ও শাহবাগ থানা এলাকা।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সর্বশেষ সংবাদ বুলেটিন অনুসারে, আজ রবিবার  দেশে করোনায় নতুন ২ হাজার ৭৪৩ জন আক্রান্ত হয়েছেন। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪২ জন।

>>>> খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার টাইমলাইনে শেয়ার  করুন,

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *