bdtimeline24

সঠিক সংবাদের অনলাইন ঠিকানা

জাতীয়

ঈদ পর্যন্ত বাড়তে পারে সাধারণ ছুটি

মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে চলমান সাধারণ ছুটি আরও এক দফা বাড়তে পারে। আগামী ১৭(সতের) মে থেকে ২৬ (ছাব্বিশ) মে পর্যন্ত অর্থাৎপবিত্র ঈদুল ফিতর পর্যন্ত ছুটি বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। করোনার ভাইরাসের কারণে সরকার গত২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরবর্তৃতে আরও ৬ দফায় ছুটি বাড়িয়ে ১৬ মে পর্যন্ত বর্ধিত করা হয়। কিন্তু বর্তমানে দেশে  করোনা সংক্রমণ পরিস্থিতির কোন উন্নতি নেই, অন্যদিকে দিন দিন বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা  জানান, আগামী ২১ মে পবিত্র শবে কদরের ছুটি। এরপর ২২ এবং ২৩ মে সাপ্তাহিক ছুটি। আবার ঈদের ছুটি শুরু ২৪ মে (রোববার) থেকে । ঈদের ছুটি থাকবে ২৫ ও ২৬ মে’ (সোম ও মঙ্গলবার) ।

এভাবেই নির্ধারিত আছে সরকারি ছুটির তালিকায় । তবে এবারে রমজান মাস যদি ২৯ দিনে শেষ হয় তাহলে ঈদের ছুটি থাকবে ২৩, ২৪ ও ২৫ মে (শনি, রবি ও সোম)। তাই আগামী ২৬ মে পর্যন্ত তাই এবারের ছুটি  বর্ধিত হতে পারে বলে মনে করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে চলতি ছুটি ১৬ মে’র পর নতুন ছুটি বাড়বে কি বাড়বে না কিংবা ছুটি বাড়লেও তা কতদিন বাড়বে সেটা নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর । এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী  বলেন, ‘ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেন মাননীয় প্রধানমন্ত্রীই । এখনও আমরা তার সিদ্ধান্ত   পাইনি। দু-একদিনের মধ্যেই হয়ত এটি আমরা জানতে পারব

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *