বিডিটাইমলাইন24.কম কুইজ এর নিয়মাবলী

0
1338

বিডিটাইমলাইন২৪.কম এর পক্ষ হতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সীমিত আকারে কুইজ প্রতিযোগীতা আয়োজন করেছে। ঘরে বসে ঈদ আনন্দ উপভোগ করতে এবং বিডিটাইমলাইন২৪.কম এর পাঠকদের উৎসাহিত করতেই এই কুইজ প্রতিযোগীতা।

কুইজে অংশগ্রহণের নিয়মাবলী

কুইজ প্রতিযোগীতার সময়

১ম পর্ব   ঈদের দিন রাত ৮ টার পর শুরু হবে

২য় পর্ব ঈদের পরের দিন রাত ৮ টার পর শুরু হবে

ফলাফল ঘোষণা ও বিজয়ীদের তালিকা প্রকাশ ঈদের পরের দিন, পুরস্কার বিতরণ : ঈদের পরের দিন

(কর্তৃপক্ষ প্রয়োজনবোধে সময় পরিবর্তন করতে পারবেন)

কুইজের নিয়মাবলী

মোট ১০০ নম্বরের কুইজ প্রতিযোগীতা হবে। ২টি পর্বে ৫টি করে মোট ১০টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে ১০ নম্বর। ভুল উত্তরের জন্য ৫ মার্কস কর্তন করা হবে।

১ম পর্বে

প্রথম  প্রশ্ন পাওয়ার ৩০ মিনিটের মধ্যে উত্তর দিতে হবে।

২য়-৫ম প্রশ্নের প্রতিটির উত্তরের জন্য ৫ মিনিট করে সময় পাওয়া যাবে।

২য় পর্বে

আরও ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ২ মিনিট করে সময় পাওয়া যাবে।

 পুরস্কার

প্রথম পুরস্কার ২০০/- টাকা মোবাইল রিচার্জ

দ্বিতীয় পুরস্কার ১০০/-মোবাইল রিচার্জ

তৃতীয় পুরস্কার ৫০/- মোবাইল রিচার্জ

চতুর্থ পুরস্কার ২০/- মোবাইল রিচার্জ

পঞ্চম পুরস্কার ১০/- মোবাইল রিচার্জ

বিজয়ীদের তালিকা ফেসবুক পেইজ সহ অনলাইন নিউজ পোর্টাল -এ প্রকাশিত হবে কোন প্রতিযোগীর নম্বর সমান হয়ে গেলে লটারির মাধ্যমে প্রার্থীদের স্থান নির্ধারিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here