বরাদ্দ আরও ১০ হাজার টন চাল ও ৬ কোটি ৩০ লাখ টাকা

0
957

সরকার কর্মহীন ও দুস্থদের জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে করোনাভাইরাস  পরিস্থিতি মোকাবিলায় বিতরণের জন্য আরও ৯ হাজার ৮০০ টন চাল ও ৬ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে । এক কোটি ৬০ লাখ টাকা শিশু খাদ্য কিনতে ও ৪ কোটি ৭০ লাখ ত্রাণ হিসেবে বিতরণের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল)  ৬৪ জেলার জেলা প্রশাসকদের অনুকূলে আদেশ জারি করা হয়েছে এই বরাদ্দ দিয়ে ।

সরকারি ক্রয়বিধিসহ সংশ্লিষ্ট সব বিধিবিধান ও আর্থিক নিয়মাচার যথাযথভাবে প্রতিফলন করতে হবে শিশুখাদ্য ক্রয়ের ক্ষেত্রে । মিল্ক ভিটার উৎপাদিত গুঁড়ো দুধ জি টু জি পদ্ধতিতে কিনে  ত্রাণসামগ্রী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।

এছাড়া খেজুর, ফর্টিফাইড চাল, ফর্টিফাইড তেল, ব্রাউন চিনি, সুজি, ওয়াটার পিউরিফায়ার ট্যাবলেট, বাদাম, মসুর ডাল, সাগু, মানসম্মত রেডিমেড ফুড, বিস্কুট, ইত্যাদি শিশুখাদ্য হিসেবে খাদ্যদ্রব্য স্থানীয়ভাবে কিনে বিতরণ করতে হবে। আরোপিত শর্তাবলী যথাযথভাবে অনুসরণ করে জেলা প্রশাসকরা নিরীক্ষার জন্য হিসাব সংরক্ষণ করবেন এবং ছাড় করা অর্থে শিশুখাদ্য কিনে বিতরণ করবেন ।

সুত্রঃ অনলাইন ডেস্ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here