এসএসসি ও সমমানের ফল প্রকাশ পাসের হার ৮২.৮৭ শতাংশ

0
1454

৩১ মে,২০২০ রোববার এসএসসি সমমানের ফল প্রকাশ  করা হয়েছে পাসের হার ৮২.৮৭ শতাংশ। সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২০২০ এর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়।  সেখানে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ বছর ৩ ফেব্রুয়ারি শুরু হয়এসএসসি পরীক্ষা, শেষ হয় ২৭ ফেব্রুয়ারি । মহামারী করোনা ভাইরাসের কারণে এবার কয়েকবার পেছানো হয় এসএসসি ও সমমানের ফল।

বিভিন্ন বোর্ডের মধ্যে এবার যশোর বোর্ডে ৮৭ দশমিক ৩১ শতাংশ পাসের হার, জিপিএ-৫ পেয়েছে ১৩,৭৬৪ জন। বরিশালে পাসের হার ৭৯.৭০ শতাংশ, জিপিএ-৫  ৪,৪৮৩ জন, কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৫.২২ শতাংশ, জিপিএ-৫ ১০,২৫৪ জন, সিলেট বোর্ডে পাসের হার ৭৮.৭৯ শতাংশ, জিপিএ-৫  ৪,২৬২ জন, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮০.১৩ শতাংশ, জিপিএ পেয়েছে ৭,৪৩৪ জন।

সারাদেশে ১০টি শিক্ষাবোর্ডের আওতায় এবারের এসএসসি পরীক্ষায় ৩,৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮,৮৮৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। মাদরাসা বোর্ডের এবারে দাখিল পরীক্ষায় অংশ নেয় দুই লাখ ৮১,২৫৪ জন ছাত্র। ছাত্রী অংশ নেয় এক লাখ ৪৭,১১৬ জন। কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৩১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

এসএসসি ও সমমানের ফল জানতে প্রি-রেজিস্ট্রেশনের নিয়ম SSC স্পেস  বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর  স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠালেই প্রি-রেজিস্ট্রেশন হয়ে যাবে।

দাখিলের ফল পেতে  প্রি-রেজিস্ট্রেশনের নিয়ম Dakhil স্পেস  Mad  স্পেস  রোল নম্বর  স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠালেই প্রি-রেজিস্ট্রেশন হয়ে যাবে।

কারিগরি বোর্ডের এসএসসির ফল পেতে  প্রি-রেজিস্ট্রেশনের নিয়ম SSC  স্পেস Tec  স্পেস  রোল নম্বর  স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে প্রি-রেজিস্ট্রেশন করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here