bdtimeline24
(নিজস্ব প্রতিনিধি) অনলাইন হতে NID কার্ড বা জাতীয় পরিচয়পত্র ডাউনলোডের উপায়: আপনি ইতিমধ্যে এনআইডি কার্ডের জন্য নিবন্ধন করে ছবি তুলেছেন। কিন্তু এখনও জাতিয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারেননী তাহলে আপনাকে প্রথমে ইন্টারনেট ব্রাউজারে এনআইডি সার্ভিসের ওয়েব সাইট
https://services.nidw.gov.bd/voter_center -এ গিয়ে ভোটার নিবন্ধন ফরমের ফরম নম্বর বা স্লিপ নম্বর এবং জন্ম তারিখ সঠিকভাবে উল্লেখ করে জাতিয় পরিচয়পত্র নম্বর সংগ্রহ করতে হবে।
আর যদি আপনার কাছে জাতিয় পরিচয় পত্র নাম্বার থেকে থাকে তাহলে সরাসরি রেজিষ্টার ট্যাব হতে রেজিষ্ট্রেশন ফরম পূরণ করতে চাই বাটনে ক্লিক করে আপনার এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবেন।
রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে আপনাকে নিন্মের ধাপসমূহ অনুসরণ করতে হবে। নিচের ভিডিওতে বিস্তারিত তুলে ধরা হল-
প্রয়োজনীয় তথ্য পূরণ করে আপনাকে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আপনার এনআইডি কার্ডের তথ্য ও মোবাইল নম্বরে পাওয়া এক্টিভেশন কোড সহকারে লগ ইন করুন।
তথ্য পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তনের ফর্মে তথ্য হালনাগাদ বা সংযোজন করে সেটির প্রিন্ট নিয়ে নিন।
তথ্য পরিবর্তনের স্বপক্ষে আপনার প্রয়োজনীয় দলিলাদি বা ডকুমেন্ট কালার স্ক্যান কপি অনলাইনে জমা দিন।
নিচের ঠিকানা ভিজিট করুন ও জাতীয় পরিচয়পত্রের অনলাইন সেবায় রেজিস্টার করুনঃ https://services.nidw.gov.bd/nid-pub/claim-account
পরবতৃী পেইজে একটি নতুন ফর্ম আসবে। যেখানে যথাযথভাবে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানার সঠিক তথ্য প্রদান করতে হবে। পরবর্তী বাটনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার চাইবে সেখানে আপনার সঠিক মোবাইল নাম্বারটি প্রদান করুন। তারপর ‘বার্তা পাঠান’ নামক বাটনে ক্লিক করুন।
আপনি যে মোবাইল নাম্বারটি প্রদান করেছেন সে নাম্বারে একটি মেসেজ প্রেরণ করা হবে SMS এ প্রাপ্ত ভেরিফিকেশন কোডটি ওয়েবসাইটের ঐ ফরমে পূরণ করে “বহাল” বাটন ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে।
পরের পেইজে সেট পাসওয়ার্ড নামক অপশনে ক্লিক করুন। নতুন যে পেজটি ওপেন হবে সেখানে আপনার ইউজারনেম/ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড প্রদান করুন। মনে রাখতে হবে, পরবর্তীতে আপনাকে এই সাইটে লগিন করতে উল্রেখিভ ইউজারনেম এবং পাসওয়ার্ড দরকার হবে।
লগইন করার জন্য আপনার লগইন তথ্য এবং ক্যাপচা পূরণ করে লগইন বাটনে ক্লিক করলে মোবাইলে মেসেজের মাধ্যমে একটি সিক্যুরিটি কোড আসবে। আপনি ইচ্ছা করলে ইমেইলের মাধ্যমেও কোডটি নিতে পারেন।
মেসেজে অথবা ইমেইলে পাওয়া কোডটি উল্রেখ পূর্বক লগইন করলে আপনার জাতীয় পরিচয়পত্রের প্রোফাইল দেখতে পারবেন যেখানে পরিচয়পত্রের বিভিন্ন তথ্য দেখতে পাবেন।
>>>> খবরটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার টাইমলাইনে শেয়ার করুন,
al quran with bengali translation: The holy book of Islam is Al-Quran (al Quran). The words of Allah the Almighty…
গরমের বিউটি টিপস: প্রাকৃতিক ঋতু পরিবর্তনের সাথে ত্বকের পরিবর্তন হয়, তাই ত্বকের যত্ন নিতে গরমের বিউটি টিপস সম্পর্কে সচেতন হতে…
চিকেন পক্স হলে করণীয় কি: চিকেন পক্স হলে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। এ রোগে আক্রান্ত হওয়ার পর চিকেন…
(তথ্যপ্রযুক্তি ডেস্ক ) প্রতিষ্ঠার ১০বছর পেরিয়ে ১১তম বর্ষে পদার্পন করলো এথিক্যাল হ্যাকারদের দেশিয় সংগঠন ‘সাইবার ৭১’। "উই হ্যাক টু প্রটেক্ট…
পুলিশে চাকরির জন্য ঘুষ একটি স্বাভাবিক ব্যাপার। এক্ষেত্রে ঘুষের পরিমাণটাও কম না। পুলিশ নিয়োগের ক্ষেত্রে এমন নালিশ বহু দিনের। এবার…
দেশে মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর দিল বিটিআরসি। এখন থেকে এনআইডি বা জাতীয় পরিচয়পত্র ছাড়াই গ্রাহক দুটি সিম ক্রয় করতে…
Leave a Comment